মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

হদিস নেই দেড় কোটি টাকার

ধরা পড়েনি নয়ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হদিস নেই দেড় কোটি টাকার

রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ব্যবসায়ী জিয়াউল হক টুকু (৫২) হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে টুকুর চেম্বারে সে সময় থাকা দেড় কোটি টাকার হদিসও মিলছে না। ওই টাকার কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, নিহত জিয়াউল হক টুকুর স্ত্রী লতা বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। টুকুর বন্ধু ও স্বজনরা জানান, ব্যবসায়িক কাজে রবিবার দেড় কোটি টাকা বিভিন্ন ব্যাংক ও বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন তিনি। ওই টাকা নিয়ে নিজ চেম্বারে গিয়েছিলেন টুকু। বিকালে হত্যাকাণ্ডের পর থেকে সেই দেড় কোটি টাকার হদিস মিলছে না। টাকাগুলো কোথায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিহত আওয়ামী লীগ নেতা টুকুর ভাই আমিনুল ইসলাম বাচ্চু জানান, হত্যাকাণ্ডের পর তারা চেম্বারে গিয়ে টাকাগুলো পাননি। এই দেড় কোটি টাকার কারণে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে হত্যার দায় স্বীকার করে জেলা ও নগর আওয়ামী লীগ নেতাদের ফোন দেওয়া ঢাকার ব্যবসায়ী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পুলিশ। বোয়ালিয়া মডেল থানার ওসি জানান, নয়ন একজন শুটার হিসেবে পরিচিত। টাকার জন্য নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড— বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত নয়নকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে হত্যাকাণ্ডের সময় টুকুর চেম্বারে থাকা ব্যবসায়িক পার্টনার জসিম উদ্দিন, রবিউল ইসলাম ও তরিকুল ইসলামও গতকাল থেকে আত্মগোপনে। উল্লেখ্য, রবিবার বিকালে নিজ চেম্বারে গুলি করে হত্যা করা হয় জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক ব্যবসায়ী জিয়াউল হক টুকুকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর