মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ওয়ানডে র‌্যাঙ্কিং নিয়ে ধূম্রজাল

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে শোনা যাচ্ছে ৭ থেকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৫-এ উঠছে বাংলাদেশ। অন্য একটি সূত্র অবশ্য এ তথ্য নিশ্চিত করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে আইসিসির সভায় জানানো হয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের     পাঁচ নম্বরে ওঠার কথা। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে র‌্যাঙ্কিংয়ে এই প্রথম বাংলাদেশ পাঁচ নম্বরে উঠল। র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোনোয় রেটিং পয়েন্ট এখন ১০১।  র‌্যাঙ্কিংয়ে এর আগে সর্বোচ্চ অবস্থান ছিল সাত নম্বরে। ১২৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া। শুধু র‌্যাঙ্কিংয়ে ওপরে উঠল বাংলাদেশ তা নয়, সেই সঙ্গে ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব খেলার সম্ভাবনাও কমে গেল। নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ ক্রিকেট। এখন যেহেতু র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে, সেই অর্থে র‌্যাঙ্কিংয়ে আটের বাইরে চলে যাওয়া একটু কঠিনই! র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে আসার বিষয়ে আইসিসি সভা শেষে ঢাকায় ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমরা জানতাম ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখনো সাত নম্বরেই রয়েছে বাংলাদেশ; কিন্তু সভায় আমাকে র‌্যাঙ্কিংয়ের কাগজ দিয়ে জানানো হয়, বাংলাদেশ দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে। ক্রিকেট ইতিহাসে এই প্রথম বাংলাদেশ পাঁচ নম্বরে উঠল।’ ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই। নভেম্বর থেকে টানা ভালো খেলছেন মাশরাফিরা। ২০১৫ সাল ছিল বাংলাদেশের স্বপ্নের বছর। বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারায় ওয়ানডে সিরিজে। ওই পারফরম্যান্সই বাংলাদেশকে সুযোগ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগ খেলার। পাঁচ নম্বরে উঠে আসার পেছনে গত বছরের সব কটি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়।  ১২৮ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিশ্বকাপ রানার্স আপ নিউজিল্যান্ড, ১১৫ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়, ১১৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা চতুর্থ, ১০১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পঞ্চম, ১০০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইংল্যান্ড, সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ১০০, টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৩, নবম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৭৯ এবং ১০ম স্থানের আফগানিস্তানের পয়েন্ট ৪৯।

সর্বশেষ খবর