মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
হোটেলে ছাত্র-ছাত্রী খুন

তদন্তের দায়িত্বে পিবিআই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনালে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনাটি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। নগর গোয়েন্দা পুলিশের পাশাপাশি পিবিআই মামলাটির তদন্ত করছে বলে জানিয়েছেন পিবিআই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মামলাটির তদারকির দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়েছে। পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, চাঞ্চল্যকর মামলা হিসেবে পিবিআই এই মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে। তাদের কাছেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। শিগগিরই তারা এ মামলার জট খুলতে পারবেন। উল্লেখ্য, ২২ এপ্রিল খুন হন বগুড়া শহরের উপশহর এলাকার বাসিন্দা আবদুল করিমের মেয়ে সুমাইয়া নাসরিন (২১)। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের উমেদ আলীর ছেলে মিজানুর রহমান (২৩)। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সর্বশেষ খবর