মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গোয়েন্দা তথ্যে ঘাটতি আছে

নিজস্ব প্রতিবেদক

গোয়েন্দা তথ্যে ঘাটতি আছে

নুরুল হুদা

সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন, পর পর খুনের ঘটনা ঘটে যাচ্ছে। এগুলোকে ঠেকানো যাচ্ছে না। কারণ গোয়েন্দা তথ্যে যথেষ্ট ঘাটতি আছে। সঠিক সময়ে আগাম গোয়েন্দা তথ্য থাকলে নিশ্চয়ই ঠেকানো যেত। তাই গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন।

সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, কয়েকটি খুনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঘাটতি থাকার বিষয়টি সামনে আনছে। তবে এ কারণে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি অবনতি ঘটেছে তা বলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, অপরাধ পুরোপুরি বন্ধ করা কখনো সম্ভব নয়। কিছু পরিমাণ অপরাধ ঘটবেই। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক বিশেষ উদ্দেশ্যে অপরাধ ঘটানোর প্রবণতা দেখা যাচ্ছে। আগাম গোয়েন্দা তথ্য থাকলে হয়তো প্রতিহত করা যেত। এ কারণে গোয়েন্দা কার্যক্রমের ওপর আরও জোর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে। নুরুল হুদা বলেন, কলাবাগানের জোড়া খুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুনের তদন্ত নিশ্চয়ই শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করা সমীচীন নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, মতাদর্শের দ্বন্দ্বের কারণে খুন হওয়া একটা সম্ভাব্য কারণ হতে পারে। তিনি বলেন, বিশেষ উদ্দেশ্যে ঘটানোর এসব অপরাধ বন্ধ করতে আগের অপরাধগুলোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন ছিল। যে কোনো কারণেই হোক আগেরগুলোর পুরোপুরি বিচার সম্ভব হয়নি বলেই অপরাধীরা বারবার অপরাধ করার সাহস পাচ্ছে। আগের হত্যাকাণ্ডগুলোর দৃষ্টান্তমূলক বিচার হলে হয়তো নতুন অপরাধের মাত্রা কমে আসত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর