মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে বাংলাদেশ

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে। গতকাল ঢাকায় অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে ‘কমিউনিটি বেইসড এডাপটেশন’-এর ১০তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে ৪০টিরও বেশি দেশের গবেষক, বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপমন্ত্রী তার বক্তৃতায় আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমগ্র বিশ্ব আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত প্রায় ৫ কোটি মানুষ আজ বন্যা, খরা, লবণাক্ততা, সাইক্লোন, নদী ভাঙন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত। তিনি এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তিনি যে কোনো গঠনমূলক পদক্ষেপের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ খবর