রবিবার, ১ মে, ২০১৬ ০০:০০ টা

অবিশ্বাস্য নতুন দিগন্তে যাত্রা বাংলাদেশের

জাতিসংঘ শান্তি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের শান্তি ও উন্নয়ন উপদেষ্টা এডওয়ার্ড রিজ বলেছেন, বাংলাদেশ অবিশ্বাস্যভাবে এক নতুন দিগন্তের দিকে যাত্রা করেছে। ৪০ বছর পর দেশটি হবে সমগ্র বিশ্বের পথিকৃৎ। গতকাল মহাখালী ব্র্যাক সেন্টারে বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ অ্যাপলাইড সোশিওলজি : ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজ বলেন, বর্তমান সময় মোকাবিলা করাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। সমাজের সব ক্ষেত্রে কঠোর নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে আমি বেশি দিন আসিনি। এ আড়াই মাসেই আমি জলবায়ু পরিবর্তনে এখানকার চ্যালেঞ্জগুলো বুঝতে পারছি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি, বেসরকারি ও সিভিল সোসাইটির সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চের চেয়ারম্যান ড. খুরশীদ আলম বলেন, ‘আমাদের এখন দরকার মানবাধিকার প্রতিষ্ঠা ও লিঙ্গবৈষম্য দূরীকরণে বিশ্ব প্রতিষ্ঠানগুলোর জোর সমর্থন।’

সর্বশেষ খবর