শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

কারসাজি করলে পরিণতি ভয়াবহ

-----------তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

রমজানে ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পরিণতি হবে মীর গ্রুপের মতো।

গতকাল সকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে রমজানে নিত্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। মজুদ করে অতিরিক্ত মুনাফায় চিনি বিক্রির দায়ে চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠান মীর গ্রুপের একাধিক ব্যক্তিকে আটক করার বিষয়টি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, অন্যায়ভাবে চট্টগ্রামের খাতুনগঞ্জে অধিক মুনাফায় চিনি বিক্রয়ের  অপরাধে মীর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা এ ধরনের অপরাধ করবে তাদের একই পরিণতি ভোগ করতে হবে। মন্ত্রী বলেন, ভোক্তার অধিকার রক্ষায় সরকার কোনো ধরনের ছাড় দেবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মনিটরিং টিমের সংখ্যা বৃদ্ধি এবং বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। তিনি বলেন, ভোক্তাদেরও নিজেদের অধিকার রক্ষায় সচেতন হতে হবে। প্রচার মাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. সালেহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর