সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

বাঁশখালীর এমপিকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে তার আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, জামিনের আবেদন নাকচ করে সংসদ সদস্যকে ২০ জুনের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ৩ জুন বাঁশখালী থানায় এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দ অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না করায় ১ জুন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার লোকজন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে ডেকে নিয়ে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই সংসদ সদস্য।

সর্বশেষ খবর