সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র এবং নেতৃত্বের বিকাশে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে এ নির্বাচন দরকার। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ছাত্রলীগের দুই দিনব্যাপী ‘বর্ধিত সভা ও কর্মশালা ২০১৬’ উদ্বোধন করার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৪ বছরে ডাকসু নির্বাচন সচল থাকলে আমরা ৪৮ জন নেতা পেতাম।  কিন্তু আজ সেটা বন্ধ হয়ে আছে। তাই ডাকসুর নেতা তৈরির এই প্রোডাকশন আমাদের খুলে দেওয়া উচিত। ছাত্র নেতা থেকে জাতীয় নেতা সৃষ্টি করার জন্য এটি চালু করা উচিত। তিনি ডাকসুর  দরজাটা খুলে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার অনুরোধ জানান। দেশের বর্তমান রাজনীতির প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, আমাদের দেশের রাজনীতি অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোক দ্বারা আঁকড়ে আছে। রাজনীতিতে এখন শিক্ষাগত যোগ্যতার কারচুপির ঢল নেমেছে। অশিক্ষিত ও অর্ধ-শিক্ষিতরা শিক্ষিতদের ওপর প্রভাব রাখছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান এমপি, এনামুল হক শামীম, বর্তমান কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর