শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ব্যাংকের হাজার কোটি টাকা লুটেরা কাউকে ছাড়ব না

বিশেষ সাক্ষাৎকারে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের হাজার কোটি টাকা লুটেরা কাউকে ছাড়ব না

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সরকারি ব্যাংক থেকে যারা হাজার কোটি টাকা নিয়ে গেছে সেই লুটেরাদের কাউকে আমরা ছাড়ব না। বেসিক ব্যাংকের বিরুদ্ধে আরও মামলা হবে। যারা বেসিক ব্যাংকে দুর্নীতি করে টাকা নিয়েছেন, তারা কেউ বাড়িতে নেই।   বুধবার বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৪০টি আলোচিত মামলার পুনর্তদন্ত হচ্ছে। মামলাগুলোর প্রতিটি বিষয় আমরা খতিয়ে দেখব। নেপথ্যে কারা, তাদেরও বের করা হবে। এসবের মধ্যে রয়েছে ডেসটিনি, বেসিক ব্যাংক, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, মুন গ্রুপ। অভিযুক্ত সবাইকে শিগগিরই আইনের আওতায় আনা হবে। কেউ দেশের বাইরে পালালেও ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা হবে।

সর্বশেষ খবর