শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

গ্রেফতার সাড়ে ১১ হাজার, ‘জঙ্গি’ ১৯৪

শেষ হলো পুলিশের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে সপ্তাহব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযান শেষ হয়েছে। সপ্তাহব্যাপী এ অভিযানে পুলিশের ভাষ্য অনুযায়ী ১৯৪ জন জঙ্গিসহ ১১ হাজার ৬৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গির মধ্যে রয়েছে ১৫১ জন জেএমবি, ৭ জন জেএমজেবি, ২১ জন হিযবুত তাহ্রীর, ৬ জন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি), ৩ জন আনসার আল ইসলাম, ৪ জন আল্লার দল, একজন হরকাতুল জিহাদ এবং একজন আফগান ফেরত জঙ্গি সংগঠনের সদস্য।

গতকাল পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের শেষ দিনে ১৭ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯ জন জেএমবি, ৭ জন হিযবুত তাহ্রীর এবং একজন এবিটি জঙ্গি সংগঠনের সদস্য রয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রয়েছে মাদারীপুরে একজন হিযবুত তাহ্রীর, চট্টগ্রামে ২ জন জেএমবি ও একজন হিযবুত তাহ্রীর, ব্রাহ্মণবাড়িয়ায় একজন জেএমবি, নওগাঁয় ২ জন জেএমবি, সাতক্ষীরায় একজন জেএমবি, রংপুরে একজন জেএমবি, গাইবান্ধায় একজন জেএমবি, ঠাকুরগাঁওয়ে একজন জেএমবি, পঞ্চগড়ে একজন জেএমবি এবং ঢাকায় একজন এবিটি ও ৪ জন হিযবুত তাহ্রীর সদস্য। জঙ্গিদের কাছ থেকে একটি পাইপগান, একটি শাটারগান, এক রাউন্ড গুলি, ২টি ককটেল, একটি রামদা, একটি চাপাতি এবং ১৪টি উগ্রপস্থি বই উদ্ধার করা হয়েছে। বিভিন্নস্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— গাইবান্ধা : বৃহস্পতিবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে জেএমবির ১ সদস্যসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি, ডাকাতি, মাদক ছিনতাই মামলার ৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল : পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযানে উগ্রপন্থি জঙ্গি সংগঠনের এক সদস্য এবং দুই শিবির কর্মী আটক হয়েছে।  এদের মধ্যে জঙ্গি রোকনউজ্জামান রোকনের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে। সে ওই এলাকার আবদুল খালেক মাঝির ছেলে। আটক অপর দুই শিবির কর্মীর নাম আবদুর রব ও মো. আরিফ। নওগাঁ : রানীনগরে বাংলাভাইয়ের অন্যতম সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য হিসাব শেখসহ ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ২টি ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া সাঁড়াশি অভিযানে জেলায় অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে ৬৮ জনকে। চাঁপাইনবাবগঞ্জ : অভিযানের সময় মেসবাহুল হক ওরফে আনারুল ওরফে বাবু (৪২) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মেসবাহুল হক ওরফে আনারুল ওরফে বাবু ২০০৯ সালের মে মাসে ঢাকা মেট্রোপলিটন কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলার সাজাপ্রাপ্ত আসামি। চট্টগ্রাম : চট্টগ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের দুই সহযোগীসহ তিন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন বাংলা ভাইয়ের সহযোগী ও আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য জুলফিকার আলী, মো. আলাউদ্দিন এবং আরেক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য মুহিবুল আলম। সীতাকুণ্ড এবং রাউজানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে জুলফিকার সীতাকুণ্ডের দেলিপাড়া এলাকার মৃত জহুরুল হকের এবং আলাউদ্দিন একই এলাকার মৃত নুরুল আফছারের ছেলে। মুহিবুলের গ্রামের বাড়ি রাউজান উপজেলায়। মৌলভীবাজার : নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ সদস্য ও ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার আসামি লুত্ফুর রহমান হারুনকে (৩৭) অস্ত্রসহ মৌলভীবাজারের কুলাউড়া থেকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর