শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

প্রণবপুত্র অভিজিৎ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রণবপুত্র অভিজিৎ ঢাকায়

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এমপি চার দিনের সফরে ঢাকায় এসেছেন। গতকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন অভিজিৎ। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আরও কিছু বৈঠক করবেন ভারতের রাষ্ট্রপতির পুত্র। এদিকে গতকাল তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার ঠাকুরদা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেসব বিষয় তিনি স্মৃতিচারণ করেন। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধে বাঙালিদের যে অত্যাচার করা হয়েছে সে সম্পর্কেও অনেক বই পড়েছেন বলে জানান। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মকেও মুক্তিযুদ্ধের বিষয় জানানো প্রয়োজন। ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক ভালো এবং আগের চেয়ে অনেক উন্নত, ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অভিজিৎ। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে অনেক উন্নতি করছে। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব জিয়া উদ্দিন তারিক আলী উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। তিনি মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মন্তব্য বইতে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে সংসদ সদস্য মাহজাবিন খালেদ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এবং সিও মাশকুরা হোসেন উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর