রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

হিলারিকেই ভোট দেব

প্রতিদিন ডেস্ক

হিলারিকেই ভোট দেব

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার কথা জানালেন মনোনয়ন দৌড়ে তারই প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এমএসএনবিসিকে স্যান্ডার্স বলেন, রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে রুখতে হবে। এ জন্য নিজের সাধ্যের মধ্যে থাকা সবকিছুই করবেন তিনি। সাবেক  ফার্স্টলেডি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং সাবেক সিনেটর বার্নি স্যান্ডার্স ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য প্রার্থিতা ঘোষণা করেছিলেন। গত বছরের শেষ দিক থেকে তাদের মধ্যে মনোনয়ন নিয়ে বেশ প্রতিযোগিতা চলছিল। চলতি মাসে হিলারি ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন অর্জন করেন। এর কদিন পরেই হিলারিকে সমর্থন দেওয়ার কথা জানান বার্নি স্যান্ডার্স। এখন তো সরাসরি তাকে ভোট দেওয়ার ঘোষণা দিলেন তিনি। হিলারিকে সমর্থন জানানো এবং প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার কথা বললেও বার্নি স্যান্ডার্স এখনো মনোনয়ন দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করেননি। এ প্রসঙ্গে তিনি এমএসএনবিসিকে বলেন, ‘আমি রাজনৈতিক প্রক্রিয়ার মানুষের কথা বলি। আমি এমন দল চাই যেখানে আমাদের সবার সমর্থন থাকবে। এ জন্য আমি শেষ পর্যন্ত লড়ে যেতে চাই।’ তাই মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেট পেলেও আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণার জন্য হিলারিকে জুলাইয়ের ডেমোক্রেটিক কনভেনশন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর