সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ইতালিতে শোক জাপানে উৎকণ্ঠা

কূটনৈতিক প্রতিবেদক

ইতালির ৯ নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোকাতুর ইতালি। ইতিমধ্যে ইউরো ফুটবলে ইতালির দল খেলেছে কালো ব্যাজ ধারণ করে। পত্রপত্রিকাগুলো বিশ্লেষণ করছে গুলশান আক্রমণের বিষয়গুলো। ঢাকার ইতালি দূতাবাস ইতিমধ্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে লাশ নিয়ে যাওয়ার জন্য। একই পরিস্থিতি সাত নাগরিক নিহত হওয়া জাপানেরও। সেখানে শোকের পাশাপাশি রয়েছে উৎকণ্ঠা। ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামীকাল আসছেন নিহত নাগরিকদের স্বজনরা। জানা যায়, গুলশানের হলি আর্টিজানে নিহত হয়েছেন ইতালির ক্রিশ্চিয়ান রসি, মার্কো তনদাট, নাদিয়া বেনেদেত্তি, আতেলে পাগলিসি, সিমোনা মন্টি, ক্লদিয়া মারিয়া ডি’অ্যান্টোনা, ভিনসেনজো ডি’অ্যালেস্ত্রো, মারিয়া রিভলি এবং ক্লদিও চ্যাপেল্লি। ইতালির স্থানীয় গণমাধ্যমগুলোতে অবশ্য একজন দশম ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে খবর দিচ্ছে। গত রাতে ইউরো-২০১৬ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জার্মানির সঙ্গে ইতালির খেলোয়াড়রা কিছুক্ষণ নীরবতা পালন করে নিহতদের স্মরণ করেন। তাদের হাতে ছিল কালো ফিতে বাঁধা। দেশটির গণমাধ্যমগুলো, বিশেষ করে টেলিভিশনগুলোতে শুক্রবার রাত থেকে এখন পর্যন্ত বেশির ভাগ সংবাদ ও আলোচনা অনুষ্ঠানই ছিল ঢাকার এই সন্ত্রাসী হামলা নিয়ে। ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই নিউজের সংবাদ বিশ্লেষণে এ হামলার জন্য বাংলাদেশের দুই প্রধান দলকে সরাসরি দায়ী করা হয়েছে। এতে বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডসমূহের ধারাবাহিকতার উল্লেখ করে বলা হয়েছে, দোষারোপের রাজনীতিই গুলশানের এ হামলার রাস্তা তৈরি করে দিয়েছে। একই রকম বক্তব্য এসেছে স্কাই নিউজের সংবাদ বিশ্লেষণেও। অন্যদিকে রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলায় নিহত জাপানিদের স্বজনদের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। আজ সন্ধ্যায় একটি বিশেষ বিমানে তাদের বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।  জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের স্বজন ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাইকার কর্মীরা ঢাকায় আসছেন। গুলশানে জাপানের সাত নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। জাপানের স্থানীয় সংবাদমাধ্যম সাতজনের মধ্যে চারজনের পরিচয় জানতে পেরেছে। এদিকে রবিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে গুলশানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। গতকাল জাইকার প্রধান কার্যালয়ে স্মরণ করা হয়েছে নিহতদের।

সর্বশেষ খবর