শিরোনাম
সোমবার, ৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আইজিপি বললেন জেএমবি

নিজস্ব প্রতিবেদক

আইজিপি বললেন জেএমবি

আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারীরা সবাই জামা’আতুল মুজাহেদীনের (জেএমবি) সদস্য। তারা জেএমবির সদস্য হিসেবে আমাদের তালিকাভুক্ত ছিল। তাদের আমরা ধরার জন্য খুঁজছিলাম। তবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ থাকার ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই পুলিশ সদস্যসহ চিকিৎসাধীন থাকা আহত তিনজনের স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলা ঘটতে পারে এমন আগাম কোনো গোয়েন্দা খবর ছিল না। তবে হামলার পর আমরা খবর পেয়েছি। এর আগে গুলশানের হামলায় আহতদের দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। প্রসঙ্গত, শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন পুলিশের দুই সদস্য আলমগীর হোসেন ও প্রদীপ চন্দ্র দাস এবং মাইক্রোবাসচালক আবদুর রাজ্জাক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর