বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কারা ফটকে আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরিন আক্তার কাঁকন এ আদেশ দেন বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

তিনি বলেন, কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের নেওয়ার আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদে আদেশ দিয়েছেন। শুনানি শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত ২০১৪ সালের ২ নভেম্বর নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় যানবাহন লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল ছুড়ে মারে বিএনপি নেতা-কর্মীরা। এতে এক রিকশাচালক আহত হন। এ ঘটনায় আসলাম চৌধুরীসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়। চলতি বছরের ১৫ মে মোসাদ কানেকশনের অভিযোগে ঢাকা  থেকে গ্রেফতার হন আসলাম  চৌধুরী। চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২০টি মামলা আছে।

সর্বশেষ খবর