বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আজই শপথ নিতে পারেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আজই শপথ নিতে পারেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আজই নতুন প্রধানমন্ত্রী পেতে পারে যুক্তরাজ্য। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মন্ত্রিসভার শেষ বৈঠকে সভাপতিত্ব করেছেন ডেভিড ক্যামেরন। তিনি ছয় বছর পর আজ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। আজই তার উত্তরসূরি হতে যাচ্ছেন তেরেসা মে। যিনি এতদিন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলিয়েছেন। সন্ধ্যায় তার শপথ নেওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে নতুন সরকার গঠনের  প্রস্তুতিও সেরে ফেলেছেন তিনি। গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পক্ষে রায় যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামী সেপ্টেম্বরে তার বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু নতুন  নেতা নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ায় ক্যামেরন আজই বিদায় নিচ্ছেন। এ কারণে আজই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বসছেন দেশটির দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। ১৯৯০-এর ২২ নভেম্বর পদত্যাগ করেছিলেন দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। তার পর দুই দশক পেরিয়ে গেছে। আর কোনো মহিলা প্রধানমন্ত্রী পায়নি ব্রিটেন। এদিকে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন, আজই দুপুরের মধ্যে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বের পর রানীর কাছে পদত্যাগপত্র পেশ করবেন তিনি। ১০ নং ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে ক্যামেরন বলেন, বুধবার সন্ধ্যায় আমরা একজন নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি। এএফপি।

সর্বশেষ খবর