Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৮ জুলাই, ২০১৬ ২৩:২০

ঐক্য করতে হবে সবাইকে নিয়ে

—বিএনপি

নিজস্ব প্রতিবেদক

ঐক্য করতে হবে সবাইকে নিয়ে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জাতীয় ঐক্য ইতিমধ্যে হয়ে গেছে’ বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তাতে সমগ্র জাতি হতাশ ও ক্ষুব্ধ। নির্বাচনের মাধ্যমে পাঁচ বার দেশ পরিচালনার দায়িত্বে থাকা, দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনপুষ্ট বিএনপিকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব? রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দলের এই নীতি-নির্ধারক বলেন, সন্ত্রাস ও উগ্রবাদ ১৪ দল বা ২০ দল কারও একার পক্ষে দমন করা সম্ভব নয়। এই সন্ত্রাস ও উগ্রবাদ দমনে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। বিশিষ্টজনসহ সমাজের সবাইকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি ‘জাতীয় ঐক্যের’ এই আহ্বান অব্যাহত রাখবে। আশা করি আজ না হয় কাল এ আহ্বানে সরকার সাড়া  দেবে। সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, শুধু সরকার বা বিরোধীদলের ঐক্য যথেষ্ট নয়। সরকারের বিরুদ্ধে বিএনপির অনেক অভিযোগ থাকা সত্ত্বেও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকায় আমরা বারবার জাতীয় ঐক্য গঠনের কথা বলে যাব। বিএনপির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া দিচ্ছে না। এটা তাদের দাম্ভিকতা। তারা ভাবছে, একাই পারবে কিন্তু তা সম্ভব হচ্ছে না। আগে যেখানে এক-দুজন মারা যেত। সেখানে এখন ২০-২২ জন মারা যাচ্ছে। দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, গুলশান-শোলাকিয়ার ঘটনার বিষয়ে তারা আগেই অবগত ছিলেন। তাহলে তিনি বা তার সরকার আগে থেকেই তা প্রতিরোধের ব্যবস্থা নিলেন না কেন? আগেই তথ্য পাওয়ার পরেও যে সরকার এ ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে ব্যর্থ হয়, সেই সরকারের সামর্থ্য ও আশ্বাসে জনগণ কতটা নির্ভর করতে পারে এমন প্রশ্নও রাখেন নজরুল ইসলাম খান।


আপনার মন্তব্য