রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা

—ড. সালেহ উদ্দিন

পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা

গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলা দেশি-বিদেশি বিনিয়োগকারীরা গভীরভাবে পর্যবেক্ষণ  করছেন বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। তার মতে এই হামলা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে। তবে বাংলাদেশের হামলায় স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রভাব পড়েছে। কিন্তু আইন-প্রয়োগকারী সংস্থাগুলোর নিরাপত্তা পদক্ষেপ ভালো। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, গুলশান-শোলাকিয়াতে জঙ্গি-সন্ত্রাসী হামলার পর আইন-প্রয়োগকারী সংস্থাগুলোর কড়াকড়িতে কিছুটা প্রভাব দেশের ব্যবসা-বাণিজ্যে পড়েছে। তারপরও বলব দেশে এখনকার নিরাপত্তা পদক্ষেপগুলো অত্যন্ত ভালো। বিদেশিরা বাংলাদেশ ভ্রমণ কমিয়ে দিলেও তারা আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। জঙ্গি হামলা দেশের অর্থনীতির জন্য ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, যারা এই ধরনের হামলা করছে, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর