রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মিউনিখে নিহত ৯ মৃত্যু বন্দুকধারীরও

আইএস জড়িত নয় : পুলিশ

প্রতিদিন ডেস্ক

জার্মানির মিউনিখ শহরে বিপণি কেন্দ্রে গুলির ঘটনায় নয়জন নিহত হয়েছে। ঘাতক বন্দুকধারীও আত্মহত্যা করেছে। তবে এ ঘটনায়  আইএসের  কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির তদন্ত কর্মকর্তারা। মিউনিখের পুলিশপ্রধান হিউবার্টারস আন্দ্রে এই দাবি করে বলেন, হামলার সঙ্গে নরওয়ের হামলাকারী আন্দ্রেস ব্রেইভিকের স্পষ্ট মিল রয়েছে। খবর এএফপির

গতকাল এক সংবাদ সম্মেলনে হিউবার্টারস আন্দ্রে আরও বলেন, মিউনিখে হামলাকারীও মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তার সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা নেই। তিনি রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়েও হামলা করেননি। আন্দ্রে জানান, এই হামলাসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন হামলা ও ব্রেইভিকের উন্মত্ত হামলার ধরন নিয়ে তিনি গবেষণা করে এ তথ্য পেয়েছেন। মিউনিখের একজন আইনজীবী বলেন, মিউনিখে হামলাকারী মানসিকভাবে হতাশ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। উল্লেখ্য, জার্মানির মিউনিখ শহরে একটি বিপণি কেন্দ্রে গত শুক্রবার গুলির ঘটনায় নয়জন নিহত হন। আহত হন ১৬ জন। হামলাকারী হিসেবে একজন সন্দেহভাজনের লাশ উদ্ধার করা হয়। ১৮ বছরের এই তরুণ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর