শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অপ্রতিরোধ্য বোল্ট

আরও এক সোনা জিতে হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক

অপ্রতিরোধ্য বোল্ট

‘স্প্রিন্ট-ডাবল’-এ হ্যাটট্রিক করেছেন জ্যামাইকান বিদ্যুৎ উসাইন বোল্ট। ১০০ মিটারে সোনা জয়ের পর গতকাল ২০০ মিটার স্প্রিন্টেও জিতেছেন সোনা। ২০০৮ বেইজিং অলিম্পিক ও ২০১২ লন্ডন অলিম্পিকের পর এবারও রিওতেও সোনা জিতলেন ‘স্প্রিন্ট-ডাবল’ এ। ২০০ মিটারে বোল্ট সময় নিয়েছেন ১৯.৭৮ সেকেন্ড। এই ইভেন্টে ২০.০২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন কানাডার স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রেসে। ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ক্রিস্টোফি লিমেস্ট্রে। তিনি সময় নিয়েছেন ২০.১২ সেকেন্ড।

রিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়তে পারেননি জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার। ২০০৮ বেইজিং অলিম্পিকে ২০০ মিটারে ১৯.৩০ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ডটি নিজের করে রেখেছেন বোল্ট। বিশ্ব রেকর্ডটিও তার। ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে সময় নিয়েছিলেন মাত্র ১৯.১৯ সেকেন্ড। নিজের করা রেকর্ডটি ভাঙতে না পারলেও নিজেকে সর্বকালের সেরা হিসেবে দাবি করেছেন বোল্ট নিজেই। তিনি বলেন, ‘এখন আমিই সর্বকালের সেরা। আমার আর নতুন করে প্রমাণ করার কিছু নেই।’ অলিম্পিকে আটটি ইভেন্টে অংশ নিয়ে আটটি সোনা জিতেছেন বোল্ট। তবে এই রিও অলিম্পিকে বোল্টের সামনে আরও একটি সোনা জয়ের হাতছানি রয়েছে— ৪+১০০ মিটার রিলে। এই ইভেন্টে জিততে পারলেই ‘ট্রিপল ট্রিপল’ করার স্বপ্ন পূরণ হয়ে যাবে দ্রুততম মানবের। ১০০ মিটার ও ২০০ মিটারের পর এই ইভেন্টেও আগের দুই অলিম্পিকে সোনা জিতেছেন বোল্ট। ছেলেদের ইভেন্ট কিংবা মেয়েদের ইভেন্ট ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্ট যেন জ্যামাইকার নিজস্ব ইভেন্ট হয়ে গেছে। তাই তো দেখা যায়, সর্বশেষ তিন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারের ১২টি স্প্রিন্টে অংশ নিয়ে ১১টি সোনা জিতেছে জ্যামাইকা। বোল্টের মতো রিওতে এক দিন মেয়েদের ১০০ ও ২০০ মিটারে সোনা জিতেছেন থম্পসন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর