মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সংগ্রাম করে পড়ালেখা করেও চাকরিতে বাধা

নিজস্ব প্রতিবেদক

সংগ্রাম করে পড়ালেখা করেও চাকরিতে বাধা

জাতিসংঘ উন্নয়ন নীতিমালা কমিটির সদস্য প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকে তাদের বর্ণ, গোত্র ও পেশার কারণে দরিদ্র। তারা সংগ্রাম করে পড়ালেখা করেন। এর পরও তাদের অনেকে চাকরি পেতে বাধার মুখে পড়ছেন।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনের মিলনায়তনে আয়োজিত ‘কাউকে পেছনে ফেলে নয় : বাংলাদেশে বিচ্ছিন্নতা ও প্রান্তিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) চেয়ারম্যান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ও গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) যৌথ আয়োজনের এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।

সর্বশেষ খবর