মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আয়কর প্রকাশে অনীহা ট্রাম্পের

আয়কর প্রকাশে অনীহা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পের দাবি, বিশ্বজুড়ে তার থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট মূল্যমান ১০ বিলিয়ন ডলার হবে। ট্রাম্পের দাবির সত্যতা জানার একমাত্র উপায় তার সর্বশেষ আয়কর হিসাব। কিন্তু আয়কর হিসাব জনসমক্ষে প্রকাশ করতে রাজি নন ট্রাম্প। রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থীর যুক্তি, তার আয়করের হিসাব এখন রাজস্ব বিভাগ নিরীক্ষা করছে। নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হিসাব প্রকাশ করবেন না তিনি। তবে মার্কিন ইতিহাসে যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্ট প্রার্থীই তাদের আয়করের হিসাব নির্বাচনের আগেই দিয়েছেন। কিন্তু এর ব্যত্তয় ঘটালেন ট্রাম্প। আর তার এই মনোভাবকে সমর্থন করলেন তার নতুন প্রচার ব্যবস্থাপক কেলিঅ্যান কনওয়ে। পাঁচ মাস আগে সিনেটর টেড ক্রুজের হয়ে কাজ করছিলেন কনওয়ে। তখন তিনি ট্রাম্পকে তার আয়করের ব্যাপারে ‘স্বচ্ছ’ হওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু এখন নতুন চাকরিতে ঢুকে তার ভোল পালটে গেছে। এবিসি টিভির সঙ্গে আলাপে কনওয়ে যুক্তি দেখান, নিরীক্ষা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তা শেষ না হওয়া পর্যন্ত আয়করের হিসাব প্রকাশ করা ঠিক হবে না। তবে রাজস্ব বিভাগ জানিয়েছে, নিরীক্ষা চলার সময় আয়করের হিসাব প্রকাশে কোনো বাধা নেই। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ইতিমধ্যে তার সবশেষ আয়করের হিসাব প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর