মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের বিকল্প নেই

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধানে জনগণ যে ক্ষমতার মালিক এর প্রয়োগের জন্য প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের বিকল্প নেই। তার মতে, সাংবিধানিক শাসন রাষ্ট্রীয় ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। আর সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করার জন্য ১৬ কোটি মানুষকে অংশগ্রহণ করতে হবে। তাহলে মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জনগণ নিজের মালিকানার ক্ষমতা প্রয়োগ করতে পারবে বলে মন্তব্য করেন সংবিধানের অন্যতম এই প্রণেতা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাঙলার পাঠশালা আয়োজিত আইনজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলাম স্মরণে আয়োজিত ‘সাংবিধানিক শাসন ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, আইন বিভাগের চেয়ারম্যান ড. বোরহান উদ্দীন, অধ্যাপক ড. শাহনাজ হুদা প্রমুখ। অনুষ্ঠানে মাহমুদুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সংবিধানের মূলে যাওয়ার চেষ্টা করেছিলেন মাহমুদুল ইসলাম। তিনি সংবিধান শব্দের পেছনের অর্থ কি ছিল তা বোঝার চেষ্টা করতেন। আইনজীবী হিসেবে তার সততা ও মুগ্ধতা ছিল অনুকরণীয়।

সর্বশেষ খবর