মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মীর কাসেমের চূড়ান্ত রায় আজ

নিজস্ব প্রতিবেদক

মীর কাসেমের চূড়ান্ত রায় আজ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউর রায় দেওয়া হবে আজ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করে। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় মামলাটি আদেশের জন্য ১ নম্বর ক্রমিকে রয়েছে। গতকাল এই কার্যতালিকা প্রকাশিত হয়। রিভিউ আবেদনের ওপর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন গ্রেফতার হন মীর কাসেম। অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর। ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর তিনি আপিল করেন। গত ৮ মার্চ মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। ১৯ জুন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেন তিনি। রিভিউ আবেদনে মীর কাসেমের খালাস চাওয়া হয়।

সর্বশেষ খবর