শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
স্কুলছাত্রী রিশা হত্যা

ছয় দিনের রিমান্ডে ওবায়দুল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার (১৪) হত্যাকারী হিসেবে অভিযুক্ত ওবায়দুলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন আসামি ওবায়েদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, রিশা হত্যাকাণ্ডে ওবায়েদ জড়িত। হত্যার ঘটনায়     ব্যবহূত ছুরি উদ্ধার করতে এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানতে এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। পরে শুনানি শেষে আদালত ছয় দিন মঞ্জুর করে। এদিকে ওবায়েদ সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালাতে চেয়েছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছুরিকাঘাতে রিশাকে সে খুনের দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। বুধবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে ওবায়েদকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতার অভিযানে মহানগর পুলিশের একটি দলের নেতৃত্বে থাকা রমনা বিভাগের এডিসি আজিমুল হক জানান, আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা-পয়সা সংগ্রহ করে সীমান্ত পার হয়ে পালিয়ে বাঁচতে চেয়েছিল ওবায়েদ, যে কারণে তাকে প্রায় সীমান্তের কাছে পাওয়া গেছে। তিনি জানান, ওবায়েদ দীর্ঘদিন ধরে রিশাকে পছন্দ করত। তার দাবি, রিশাও তাকে পছন্দ করত। সে জানায়, তাদের প্রেমের বিষয়টি প্রাথমিক অবস্থায় ছিল। দীর্ঘদিন রিশার পেছনে ঘুরেছেও সে। কিন্তু সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। রিশার কাছ থেকে কোনো সাড়া পায়নি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে ওবায়েদ। ছুরিকাঘাতের সময় সে একাই ছিল।

সর্বশেষ খবর