শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিলেটে মন্দিরে হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর একটি মন্দিরে মুসল্লিরা গতকাল হামলার চেষ্টা চালালে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকালে মুসল্লিদের ইটপাটকেল ও পুলিশের গুলিতে পাঁচজন আহত হন। পুলিশ ২০ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল জুমার নামাজের সময় মধুশহীদ এলাকার জামে মসজিদের বিপরীতে ইসকন মন্দিরে ‘ভক্তবেদান্ত ন্যাশনাল স্টুডেন্টস কম্পিটিশন’-এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা চলছিল। মন্দিরের ভিতর থেকে তখন উচ্চৈঃস্বরে গান-বাজনা ও বাদ্যযন্ত্রের আওয়াজ আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুসল্লিরা। জুমার নামাজের পর মসজিদের মুসল্লিরা সীমানাপ্রাচীরের বাইরে থেকে ইসকন মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় তারা রাস্তার ওপর নির্মিত ইসকনের একটি গেট ও পাশের একটি ডেন্টাল ক্লিনিক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের গুলিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরিনসহ পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ২০ জনকে আটক করে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ জানান, জুমার নামাজের সময় মন্দির থেকে গান-বাজনার শব্দ আসাকে কেন্দ্র করে হামলার এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি আরও ভালোভাবে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর