শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিদের কোনো দেশ নেই

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিদের কোনো দেশ নেই

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, জঙ্গিদের কোনো দেশ নেই। এ ধরনের অপশক্তি রুখতে বৈষম্যহীন সমাজ গঠন জরুরি। রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ লিগ্যাল টাইমস’ নামের একটি মাসিক আইনবিষয়ক পত্রিকার যাত্রা উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, কোনো দেশে আইনের শাসন না থাকলে সেখানে জঙ্গিবাদের উত্থান হতে পারে। এ ধরনের কোনো অপশক্তি রুখে দেওয়ার জন্য আইনের শাসন, সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন জরুরি। প্রধান বিচারপতি বলেন, জঙ্গিবাদ কোনো রোগ নয়, এটা একটা লক্ষণ। সমাজে হতাশা, দারিদ্র্য, অশিক্ষা, বৈষম্য— এগুলো থাকলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, একটি ভালো গণমাধ্যম সমালোচনা করবে, কিন্তু তা হতে হবে গঠনমূলক; যা দেশ ও দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নেবে। এ ধরনের আইনবিষয়ক একটি পত্রিকা হওয়া খুব জরুরি ছিল। অনুষ্ঠানে বর্তমান ও সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইনজীবী ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সম্পাদনায় ‘বাংলাদেশ লিগ্যাল টাইমস’ পত্রিকাটি আজ বাজারে আসবে। আইনবিষয়ক এ পত্রিকাটি বাংলার বাণী ফিল্মস মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্সের ব্যানারে প্রকাশ হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর