শিরোনাম
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

লবণের সংকট থাকবে না

নিজস্ব প্রতিবেদক

লবণের সংকট থাকবে না

লবণের সংকট থাকবে না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, সরকার আরও এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দিয়েছে। এ লবণ এলে দেশের বাজারে দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। গতকাল সচিবালয়ে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে    আগেই আমরা দেড় লাখ টন লবণ আমদানির অনুমোদন দিয়েছি। সেই লবণ ঈদের আগেই বাজারে এসেছে। আরও এক লাখ টন আমদানি হচ্ছে। ওই লবণ বাজারে এলে সংকট থাকবে না। সম্প্রতি এর দাম কিছুটা বাড়লেও এরইমধ্যে ৪০ টাকার নিচে নেমে এসেছে।

তোফায়েল আহমেদ এক প্রশ্নের জবাবে জানান, বাণিজ্য মন্ত্রণালয় লবণ আমদানি করে না, আমদানির অনুমতি দেয়। আর লবণের চাহিদা নিরূপণ করে শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মন্ত্রী বলেন, দেশে যারা লবণ চাষ করেন তারা যাতে দুটো পয়সা পান, সে বিষয়টিও দেখতে হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দৃষ্টি রয়েছে। নয় তো আমরা চাইলে পাঁচ লাখ টন লবণ আমদানির অনুমোদন দিতে পারি। সে ক্ষেত্রে দেশীয় লবণ চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তিনি, এবারের ঈদে অন্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক ছিল বলে উল্লেখ করেন।

সর্বশেষ খবর