Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:০৯

প্রস্তুতি ম্যাচ আজ

অপেক্ষা তাসকিনের আল আমিন বাদ

মেজবাহ্-উল-হক

অপেক্ষা তাসকিনের আল আমিন বাদ

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু দল দেখে সবার চোখেমুখে বিস্ময়! ১৩ সদস্যের দল হয় নাকি! তা ছাড়া বাংলাদেশ দলে যেখানে নিয়মিত চার পেসার খেলেন সেখানে এই দলে পেসার মাত্র তিনজন!  পেস বোলিং কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ আসায় কোথায় পেসারের সংখ্যা বাড়বে তা না হয়ে উল্টো কমে গেল! বিস্ময় কেটে যায় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায়। পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেট বোর্ড। সে কারণে একজন কম রেখেই দল ঘোষণা করা হয়েছে। পেসারও একজন কম নেওয়া হয়েছে। তাসকিন আহমেদ মুক্ত হলেই দল হয়ে যাবে ১৪ জনের এবং পেসারও চারজন হয়ে যাবে। আজ আইসিসি প্রতিবেদন দেওয়ার কথা। তবে যদি তাসকিনের বিষয়ে নেতিবাচক ফল না আসে সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা বসে অন্য কোনো ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করবেন। গতকাল এক সংবাদ সম্মেলনে দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সর্বশেষ সিরিজে আমাদের দলে চারজন পেসার ছিল। এবার তিন জন আছে। আমরা তাসকিনের জন্য অপেক্ষা করছি।’ ১৩ সদস্যের দলে একমাত্র নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন তারকা পেসার আল আমিন হোসেন। তার জায়গায় নেওয়া হয়েছে শফিউল ইসলামকে। বগুড়ার এই পেসার প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরলেন। এছাড়া পেসার রুবেল হোসেন ও তাইজুল ইসলামও দলে ফিরেছেন। আল আমিন ছাড়াও বাদ পড়েছেন লিটন কুমার দাস, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক, আরাফাত সানি ও জুবায়ের হোসেন লিখন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো ইনজুরির কারণে দলের বাইরে। আজ ফতুল্লায় আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়বে বিসিবি একাদশ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর