Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ছয়জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক বাংলাদেশি শ্রমিকসহ দুজন।

গতকাল সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির দাম্মামের জুবাইন-দাহরান সড়কে বাংলাদেশি শ্রমিক বহনকারী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা  ঘটে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সংবাদ মাধ্যমকে দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তবে তাত্ক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। তিনি বলেন, দূতাবাসের কর্মকর্তারা সেখানে রয়েছেন। বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার এক কর্মকর্তা বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় তারা পেয়েছেন। তারা হলেন শহিদুল ইসলাম ও বাবুল। এরা সহোদর। তাদের বাড়ি বরিশালে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর