শিরোনাম
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আকর্ষণের কেন্দ্রে হিলারি ট্রাম্পের বিতর্ক

প্রতিদিন ডেস্ক

আকর্ষণের কেন্দ্রে হিলারি ট্রাম্পের বিতর্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে বিশ্বব্যাপী। আর এবারের মার্কিন নির্বাচনের প্রচারণাকে এরই মধ্যে ‘সর্বকালের জঘন্যতম’ আখ্যা দিয়েছেন বারাক ওবামা। আগের যে কোনো নির্বাচনের চেয়ে দুই প্রধান প্রার্থী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের হিলারি ক্লিনটনের মধ্যে দৃশ্যত কাদা ছোড়াছুড়ির মাত্রাটা এবার বেশি। নানা কারণে বিতর্কিত প্রার্থী ট্রাম্পের হার না মানা আচরণ আর ডেমোক্র্যাটিক দলের হিলারি ক্লিনটনের ই-মেইল অথবা অসুস্থতা নিয়ে জল্পনা-কল্পনা ছাপিয়ে এখন আলোচনা চলছে তাদের প্রথম মুখোমুখি বিতর্ক নিয়ে। যার কেন্দ্রবিন্দুতে এখন গোটা বিশ্ব। এই বিতর্কে অভিজ্ঞ বিতার্কিক হিলারি যেমন তার প্রতিদ্বন্দ্বীকে বিভিন্ন বিষয়ে উসকে দিতে চাইবেন, ঠিক একইভাবে ট্রাম্পের উসকানি থেকে নিজেকেও রক্ষা করে চলতে হবে তাকে। পাঠকরা যখন খবরটি পড়ছেন ততক্ষণে এই দুই মহারথীর মধ্যে বিতর্ক শেষ হয়েছে। যা টিভিতে গোটা বিশ্বের মানুষও দেখেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ সকাল ৭টা) নিউইয়র্কের হেম্পস্টেড শহরের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে ওই বিতর্ক হয়ে গেছে। ওই বিতর্ক আয়োজনের আগে নিউইয়র্কের সাবেক মেয়র এবং রিপাবলিকান নেতা রুডি গিলিয়ানি মতামত দিয়েছেন ‘ট্রাম্প খুবই ভালো করছে। তিনি তার স্বভাবসুলভ আচরণ করবেন এটাই চাই। কৃত্রিম আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়।’ হিলারির জন্য সুখবর হলো, বিতর্ক পূর্ববর্তী জরিপের ফল। ম্যাকক্লাচি ম্যারিস্টের জনমত জরিপ অনুযায়ী, ভোটারদের মধ্যে হিলারিকে সমর্থন করছে ৪৫ শতাংশ, আর ট্রাম্পের সমর্থন ৩৯ শতাংশ। দুই প্রার্থীই সংখ্যালঘু ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করলেও, বেশির ভাগ কৃষ্ণাঙ্গ ভোটার হিলারির পক্ষেই রয়েছেন। ট্রাম্পের পক্ষে রয়েছেন মাত্র ৩ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর