Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৪ অক্টোবর, ২০১৬ ২২:৫৫

কোপানো কালচার

তসলিমা নাসরিন

কোপানো কালচার

বাংলাদেশের কালচার ছিল বাঙালি কালচার। বাঙালি কালচার বলতে বুঝতাম নাচ-গান-চিত্রকলার কালচার, দই-মিষ্টি-পিঠেপুলি আর মাছ-ভাতের কালচার, নকশিকাঁথার কালচার। এখন কালচার বদলে গেছে। বাংলাদেশের বর্তমান কালচারের নাম ‘কোপানো কালচার’। ও দেশে মানুষ মানুষকে কুপিয়ে মারে। মতে মিলছে না। কোপ। কথা শুনছে না। কোপ। প্রেমে রাজি হচ্ছে না। কোপ। আজকেই ঘটল। একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়েছে। মেয়েটি প্রেমে সাড়া দেয়নি। সে কারণে দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় পথচারীদের চোখের সামনে ছেলেটি কোপাচ্ছে মেয়েটিকে— নিজেই দেখুন। (ফেসবুক থেকে)।


আপনার মন্তব্য