বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সুবিধা না দিলে ফাইল টানবেন তা হবে না

নিজস্ব প্রতিবেদক

সুবিধা না দিলে ফাইল টানবেন তা হবে না

রাজউকে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের অভিযানের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ডিস্টার্ব করার জন্য গেলে অসুবিধা আছে। তিনি বলেন, ‘আপনি যাবেন, একটা সুবিধা চাইবেন। সুবিধাটা না দিলে আপনি ওর ফাইল নিয়ে টানাটানি করবেন, সেটা তো হতে পারে না।’ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দুদক ওখানে যায় কেন? যদি সেখানে কিছু পায় যাবে, অসুবিধা নেই।’ আবাসন খাতে সরকারকে ছাড় দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে মন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরে আপনি বাড়ি কিনতে পারবেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কোথা থেকে অর্থ পেয়েছেন। মালয়েশিয়ায়ও অ্যাপার্টমেন্ট কিনলে কেউ কিছু জিজ্ঞাসা করবে না।’ বাংলাদেশে এর বিপরীত চিত্র উল্লেখ করে তিনি বলেন, ‘যখন অ্যাপার্টমেন্ট করেন তখন রড, সিমেন্ট, ইট, টাইলস ও কমোডের জন্য ট্যাক্স দিচ্ছেন, সব কিছুর জন্য ট?্যাক্স দিচ্ছেন। যখন অ্যাপার্টমেন্ট হয়, তখন প্রতি বর্গফুটের জন্য সরকার ট্যাক্স নিচ্ছে, নেওয়ার পর আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, তখন আপনার কাছে এলো, এসে বলল, আপনি টাকা কোথা থেকে পেলেন?’ সবার জন্য আবাসন নিশ্চিত করতে গেলে এসব ক্ষেত্রে সরকারকে ছাড় দিতে হবে বলে মত প্রকাশ করেন মোশাররফ। এ খাতে  বেসরকারি উদ্যোক্তাদের আরও কম সুদে ঋণ পাওয়ার ব?্যবস্থা সরকারকে করে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ছাড়াও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আবু সাদেক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বসেই মন্ত্রী হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৃহায়ণ, নির্মাণ উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধন করেন। রাজধানীর মিরপুরে দারুস সালামে হাউজিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এ প্রদর্শনী আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

সর্বশেষ খবর