বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ফতুল্লায় ইমরুল ঝড়

মেজবাহ্-উল-হক

ফতুল্লায় ইমরুল ঝড়

প্রস্তুতির ম্যাচে দলে ছিলেন না মুশফিকুর রহিম। গত রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে অনুরোধ করায় সুযোগ পেয়ে যান। হাফ সেঞ্চুরি করে সুযোগটা কাজেও লাগিয়েছেন। রান পেয়েছেন নাসির হোসেনও। তবে গতকাল ফতুল্লায় ইংল্যান্ডকে নাস্তানাবুদ বানিয়ে ছেড়েছেন ইমরুল কায়েস। সাইক্লোন গতিতে করেছেন সেঞ্চুরি। তারপরেও গতকাল ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে হেরে যায় বিসিবি একাদশ। জাতীয় দলের  তিন তারকার দাপুটে ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে কাল ৩০৯ করে বিসিবি একাদশ। তবে অধিনায়ক জস বাটলার ও মঈন আলীর হাফ সেঞ্চুরিতে ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় ইংল্যান্ড। প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় বড় ব্যাপার নয়। তবে এই ম্যাচ থেকে প্রাপ্তি জাতীয় দলের তিন তারকার ব্যাটিং। ইমরুল কায়েস মাত্র ৯১ বলে খেলেছেন ১২১ রানের ইনিংস। ছয়টি ছক্কার সঙ্গে ১১টি বাউন্ডারি। মুশফিক করেছেন ৫১ রান। নাসিরের ব্যাট থেকে এসেছে ৪৬ রান। ইংলিশদের বিরুদ্ধে ৩০৯ রান করে বিসিবি একাদশ।

গতকাল ম্যাচের শুরু থেকেই ইংলিশ বোলারদের ওপর চড়াও হয় বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই আসে ১৪ রান। এরপর চলে ছক্কা-চারের ফুলঝুরি। ইমরুল, মুশফিক, নাসির যেন ইংলিশ বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছেড়েছিলেন। কী পেসার, কী স্পিনার কাউকেই ছাড় দেয়নি ব্যাটসম্যানরা। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতলেও মুশফিক ছিলেন ফ্লপ। দারুণ এক হাফ সেঞ্চুরি দিয়ে যেন হারানো আত্মবিশ্বাস ফিরে পেলেন। আফগানদের বিরুদ্ধে একাদশে সুযোগ না পেলেও নাসির বুঝিয়ে দিয়েছেন তিনি প্রস্তুত হয়ে রয়েছেন। তবে সৌম্য সরকারের ধারাবাহিক ব্যর্থতায় ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী নিয়ে ভাবনায় ছিল টিম ম্যানেজমেন্ট। ইমরুল কায়েসের এমন সেঞ্চুরির পর সে ভাবনাও কেটেছে। এক প্রস্তুতি ম্যাচে যেন অনেক প্রাপ্তি। তবে এই ম্যাচে একটা সতর্ক বার্তাও পেয়ে গেল ইংল্যান্ড।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর