বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সার্ক ভুলে বিমসটেকে নজর দিন

প্রতিদিন ডেস্ক

সার্ক ভুলে বিমসটেকে নজর দিন

সার্ক ভুলে বঙ্গোপসাগরভিত্তিক দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট বিমসটেকের ওপর  জোর দিতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী। গতকাল নয়াদিল্লিতে ভারত সফররত একদল বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় দেশটির বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ওআরএফের ফেলো পিনাক রঞ্জন বলেন, ‘এখন সার্কের কথা ভুলে যান। বিমসটেকের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে আমি বাংলাদেশকে আহ্বান জানাই। বার্তা সংস্থা বিডিনিউজের খবরে বলা হয়েছে, সার্কের অগ্রগতিতে পাকিস্তানকে ‘প্রধান বাধা’ আখ্যা দিয়ে পিনাক রঞ্জন বলেন, যুদ্ধাপরাধের বিচারে পাকিস্তান অযাচিত হস্তক্ষেপ করেছে। বাংলাদেশের সঙ্গে আচরণও বদলায়নি দেশটি। জোটভুক্ত দেশগুলোর ‘বাস্তবানুগ’ হওয়া প্রয়োজন।  সামনের কয়েক বছর পাকিস্তানকে সার্কের বাইরে রাখতে হবে। তাহলেই একদিন দেশটি এই জোটের উপকারিতা বুঝবে। পাকিস্তানকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ার বাকি  দেশগুলোকে সঙ্গে নিয়ে ভারত বিমসটেককে শক্তিশালী করার দিকে মনোযোগী হচ্ছে। আমাদের বিমসটেক ও বিবিআইএন নিয়েই অগ্রসর হওয়া উচিত। চাইলে আমরা বঙ্গোপসাগরকে ঘিরে দ্বিপক্ষীয় কিংবা ত্রিপক্ষীয় সহযোগিতার চিন্তাও করতে পারি।

সর্বশেষ খবর