Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৯ অক্টোবর, ২০১৬ ২৩:৪৯

খাদিজার অবস্থা আরও উন্নতি

নিজস্ব প্রতিবেদক

খাদিজার অবস্থা আরও উন্নতি

সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পর ছাত্রলীগ নেতা বদরুলকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তার শাস্তির দাবিতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রতিবাদ চলছে। খাদিজার চাচা ফয়জুল ইসলাম বলেন, গতকাল সকাল ৯টায় চিকিৎসক খাদিজাকে দেখে গেছেন। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে সুস্থ হলে ঠিক কতটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, সে সম্পর্কে এখনই চিকিৎসকরা কিছু বলতে পারছেন না। চিকিৎসকরা বলছেন, আরও বেশ কিছু দিন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। খাদিজাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

গত ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। প্রথমে খাদিজাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে তাকে ঢাকায় আনা হয়। ওই দিন দুপুরে স্কয়ার হাসপাতালে তার অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন।


আপনার মন্তব্য