শিরোনাম
মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
খাদিজার অবস্থার উন্নতি

সিলেটে আওয়ামী লীগ বিএনপি ঐক্য

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে আহত খাদিজা  বেগম নার্গিসের অবস্থা উন্নতির দিকে। তবে  স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও এখনো তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ ছাড়া সিলেটে মতপার্থক্য ও অনৈক্য ঘুচিয়ে কলেজছাত্রী খাদিজার ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে একই মঞ্চে সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। খাদিজার ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং ছাত্রলীগ নেতা বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত রয়েছে। মানববন্ধনে হামলাকারী বদরুলের কঠোর শাস্তির দাবি জানানো হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন— কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। এদিকে, গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দীন জানান, দুপুরে খাদিজার প্যাসেকটমি করা হয়েছে। এই প্রক্রিয়ায় তার গলায় অক্সিজেন নল স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার জন্যই এই উদ্যোগ। খাদিজার মুখ থেকে অক্সিজেন নল সরিয়ে গলার সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর