মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আইনের খসড়া অনুমোদন

উচ্চশিক্ষার মান উন্নয়নে অ্যাক্রেডিটেশন কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যাতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়াটি অনুমোদন দেওয়া হয় বলে বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ ছাড়াও বৈঠকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা  ইনস্টিটিউট (বিনা) আইন ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (সংশোধন) আইন ২০১৬, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইন ২০১৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত উৎপাদনশীলতা সহযোগিতা উন্নয়ন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য সরকার অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন করেছে। আ?ইনের ৬ নম্বর ধারায় বলা হয়েছে, এ আইনের আওতায় একজন চেয়ারম্যান, চারজন পূর্ণকালীন এবং আটজন খণ্ডকালীন সদস্য নিয়ে ১৩ সদস্যের অ্যাক্রেডিটেশন কাউন্সিল হবে। এই কাউন্সিল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম যাচাই করে এ বিষয়ে স্বীকৃতি দেবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনটি চূড়ান্ত হলে দেশের সব সরকারি ও বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানকে এই কাউন্সিলের অনুমতি নিতে হবে। তিনি বলেন, যৌক্তিক কারণে এবং শুনানি সাপেক্ষে কাউন্সিল অ্যাক্রেডিটেশন বাতিল করতে পারবে। এদিকে মন্ত্রিসভা বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত উৎপাদনশীলতা সহযোগিতা উন্নয়ন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির অনুসমর্থন দিয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি মূলত দুই দেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য। ছোট একটি চুক্তির ফ্রেম অব এগ্রিমেন্ট তৈরি করা হয়েছে। চীনের রাষ্ট্রপতি আসবেন, তার উপস্থিতিতে এই চুক্তি হবে। তারা এটির অনুসমর্থন চেয়েছে, তাই মন্ত্রিসভা চুক্তির অনুসমর্থন দিয়েছে।

সর্বশেষ খবর