মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সচিবালয়ের লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী

ফায়ার সার্ভিসের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ের লিফটে আটকা স্বাস্থ্যমন্ত্রী

প্রায় আধ ঘণ্টা পর লিফটের দরজা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে। গতকাল বিকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিফটে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল বিকাল ৪টার দিকে সচিবালয়ে দাফতরিক কাজ শেষে বের হয়ে দফতরের সামনের লিফটে উঠেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু চতুর্থ তলা থেকে তিন তলায় নেমেই লিফটি আটকে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সঙ্গে সঙ্গে মন্ত্রীকে লিফট থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু লিফটের দরজা খোলা যাচ্ছিল না। খবর পেয়ে সচিবালয়ে ফায়ার সার্ভিসের     কর্মীরা দ্রুত লিফটের কাছে ছুটে যান। কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে যোগ দেন ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সদস্যরা। পরে তারা তৃতীয় তলায় লিফটের দরজা ভেঙে মন্ত্রীকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মন্ত্রী যখন লিফটে উঠেন তখন তার সঙ্গে লিফটম্যানসহ আরও ছয়জন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফটি তৃতীয় তলায় নেমেই আটকে যায়। প্রসঙ্গত, মাস কয়েক আগে স্বাস্থ্য মন্ত্রণালয় লাগোয়া সচিবালয়ের এক নম্বর ক্যান্টিনের উল্টো দিকে একটি নতুন লিফট বসানো হয়। মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাতায়াত সহজ করতে লিফটি বসানো হয়েছিল। অথচ নতুন এই লিফটেই ঘটল বিপত্তি।

সর্বশেষ খবর