শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

লড়াই করে সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জয়ের জন্য তখন ইংল্যান্ডের দরকার ছিল ২৪ বলে ২৭ রান। হাতে রয়েছে চার উইকেট। তাসকিন আহমেদ ৪৭তম ওভারেই প্রথম তিন বলেই দিলেন ৬ রান। চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিলেন ইংলিশ ব্যাটসম্যান ওয়াকস। সহজ ক্যাচটি ইমরুল কায়েসের হাত ফসকে পড়ে যায় মাটিতে। শুধু ক্যাচ নয়, যে ম্যাচটাই হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের।

শফিউলের করা পরের ওভারের ৫ বলেই খেলা শেষ করে দিল ইংল্যান্ড। ৪ উইকেটে হেরে সিরিজটাই হাতছাড়া হয়ে গেল টাইগারদের। পূরণ হলো না ঘরের মাঠে টানা সপ্তম সিরিজ জয়ের স্বপ্ন। তবে ২-১ ব্যবধানে সিরিজে হারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৭ রান করেছিল বাংলাদেশ। অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। এছাড়া সাব্বির রহমান ৪৯, ইমরুল কায়েস ৪৬, তামিম ৪৫ এবং ৩৮ রান করেছেন মোসাদ্দেক হোসেন। জয়ের জন্য খেলতে নেমে ১৩ বল হাতে থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ৬৩ রান করেছেন ডাকেন এবং বিলিংসের ব্যাট থেকে এসেছে ৬২ রান। তবে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। সিরিজ সেরা হয়েছেন বেন স্টোকস।

সর্বশেষ খবর