শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যশোরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে গতকাল সকালে প্রকাশ্যে রাহাজ্জান সরদার (৩৮) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রাহাজ্জান সরদার গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাহাজ্জানের বড় ভাই হাসান সরদারকেও ৫ জুলাই নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

নিহত রাহাজ্জানের ছোটভাই মিজানুর রহমান সরদার জানান, তার ভাই গদখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর)। সকাল সোয়া ৯টার দিকে গদখালী বাজারের একটি সেলুনে সেভ করছিলেন তার ভাই। এ সময় দুটি মোটরসাইকেলে আসা ছয়জনের মধ্যে দুজন    সেলুনে ঢুকে রাহাজ্জানকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রাহাজ্জানকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই রাহাজ্জানের মৃত্যু হয়েছে। ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম বলেন, কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। মিজানুর রহমান সরদার জানান, তার আরেক ভাই হাসান সরদার হত্যা মামলাটি দেখভাল করতেন রাহাজ্জান। ওই মামলার আসামিরাই তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, কী কারণে কারা কয়েক মাসের ব্যবধানে দুই ভাইকে হত্যা করলো তা তিনি ধারণা করতে পারছেন না।

সর্বশেষ খবর