শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রূপা হকও হলেন ছায়া প্রতিমন্ত্রী

যুক্তরাজ্য প্রতিনিধি

রূপা হকও হলেন ছায়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের পর যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক। গত বৃহস্পতিবার লেবার পার্টির নেতা জেরেমি করবিন তাকে এ পদে নিয়োগ দেন। রূপা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক ছায়ামন্ত্রী ডায়ান অ্যাবোটের নেতৃত্বে কাজ করবেন। এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ শিক্ষাবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। যুক্তরাজ্যের বর্তমান সংসদে বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপির আরেকজন রুশনারা আলী। রুশনারা ব্রিটিশ সরকারের বাংলাদেশ বিষয়ক বিশেষ বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা তিনজনই লেবার পার্টির এমপি। রূপা হক ২০১৫ সালে লন্ডনের ‘ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন’ আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। দলীয় এমপিদের বিদ্রোহের কারণে সম্প্রতি নতুন করে নেতৃত্বে টিকে থাকার লড়াইয়ে নামতে হয় লেবার নেতা জেরেমি করবিনকে। তৃণমূলের ব্যাপক সমর্থন নিয়ে পুনরায় নেতৃত্বে ফেরা করবিন নতুন করে তার ছায়া মন্ত্রিপরিষদ গঠন করছেন। গত বৃহস্পতিবার রূপা হকসহ সাতজনকে ছায়া মন্ত্রিসভার দায়িত্ব অর্পণ করেন করবিন। দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রূপা হক তার ফেসবুক পেজে বলেন, ‘স্বরাষ্ট্রবিষয়ক ছায়া প্রতিমন্ত্রী হিসেবে লেবার পার্টির অগ্রগামী দলে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। ক্ষমতাসীন টোরি সরকারকে চাপে রাখার জন্য আমাদের অনেক কাজ করতে হবে।’ উল্লেখ্য, রূপা হকের আদি বাড়ি পাবনা শহরের মকছেদপুরে।

সর্বশেষ খবর