শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জনগণ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চায়

নিজস্ব প্রতিবেদক

জনগণ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন চায়। যাদের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা বলছি না নির্বাচন কমিশনে আমাদের পছন্দের লোক নিয়োগ দিতে হবে। তবে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের সৎ, নিরপেক্ষ ও সাহসী হতে হবে। যেন তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারেন। তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ জেগে উঠবে। জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে সরকার চায়। সংগঠনের চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব আবুল কাশেম, যুগ্ম মহাসচিব মাহামুদুল হাসান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর