শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আজ

আসছে বেশকিছু নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

কয়েকটি পদ খালি রেখে দলের দুই সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে প্রায় সোয়া তিন ঘণ্টাব্যাপী দলের নবনির্বাচিত প্রেসিডিয়ামের প্রথম সভায় দীর্ঘ আলোচনা শেষে এ দুই কমিটি চূড়ান্ত করা হয়। আজ দুপুরের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ দুটি কমিটি ঘোষণা করা হবে। আগামী ৮ নভেম্বর বিকাল ৪টায় গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। গত রাতে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক সূত্রে জানা গেছে, বিদায়ী কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যই নতুন কমিটিতে স্থান পেয়েছেন। কয়েকজন বাদ পড়েছেন, সেই স্থলে বেশকিছু নতুন মুখ কেন্দ্রীয় কমিটিতে এসেছে। ছাত্রলীগের সাবেক নেতা ও নেত্রী স্থান পেয়েছেন নতুন কমিটিতে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদে বেশকিছু নতুন মুখ আসছে, তৃণমূল থেকেও অনেক ত্যাগী নেতা স্থান পেয়েছেন। দলীয় সূত্রগুলো জানায়, সভায় আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতিমণ্ডলীর তিনজন, সম্পাদকমণ্ডলীর দুজন বাদে সব পদেই নেতৃত্ব নির্বাচন করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের চারজন বাদে সব পদেই নেতা নির্বাচন করা হয়। তবে দলের আন্তর্জাতিক ও উপ-প্রচার ও প্রকাশনা পদ এখনো খালি রাখা হয়েছে। এবারের কেন্দ্রীয় কমিটিতে সালমান এফ রহমান, দীপংকর তালুকদার, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মাহবুবুল হক শাকিল, ইসহাক আলী খান পান্না, মারুফা আক্তার পপি, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, ডা. শাম্মীসহ বেশকিছু নতুন মুখ দেখা যেতে পারে। পুরনোদের মধ্যে ফরিদুন্নাহার লাইলী কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক, আমিনুল ইসলাম আমিন উপ-দফতর সম্পাদক, এস এম কামাল হোসেন সম্পাদকীয় পদে রয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, প্রারম্ভিক বক্তব্যের পর রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় দলের সর্বস্তরের নেতা-কর্মীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, নির্বাচন অনেক কঠিন। উন্নয়ন করলেই ভোট পাওয়া যায় না। আমরা যে উন্নয়ন করছি তা জনগণকে বোঝাতে হবে। জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। একই সঙ্গে দলের কর্মীদের সঙ্গেও ভালো ব্যবহার ও যথাযথ মূল্যায়ন করার জন্য তিনি মন্ত্রী-এমপিদের প্রতি নির্দেশ দেন।

শিগগিরই মন্ত্রিসভায় রদবদল- কাদের: শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আসছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গত রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান। ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনা হবে।’ এ সময় সাংবাদিকরা জানতে চান, ‘কবে রদবদল আনা হবে?’ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।’ দলীয় সূত্রগুলো জানায়, সরকার ও আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় চান সরকারে যেন দল বিলীন হয়ে না যায়। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের সংগঠনকে আরও শক্তিশালী দেখতে চান। এজন্য এবারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে হেভিওয়েট তিনজন মন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে। এসব পদে দলে সক্রিয় নেতাদের আনা হয়েছে। একই ধারাবাহিকতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন এমন একাধিক মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া অথবা দফতরবিহীন মন্ত্রী করা হতে পারে।

সর্বশেষ খবর