রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাসিরনগরে হামলা সরকারের ব্যর্থতা

নোয়াখালী প্রতিনিধি

নাসিরনগরে হামলা সরকারের ব্যর্থতা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনার জন্য সরকারের ব্যর্থতা দায়ী। সরকারের দুর্বলতার কারণেই একের পর এক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জেএসডি  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রব আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ছাত্রলীগ-যুবলীগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় প্রতিদিন হত্যা, ধর্ষণের মতো রোমহর্ষক ঘটনার জন্ম নিচ্ছে। তিনি বলেন, যদি গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হতো, সভা-সেমিনার-মিছিল-মিটিং করার সুযোগ থাকত— তাহলে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো না। গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইলে ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ হবে। জেএসডির জেলা সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য মিসেস তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ারুল কবির মানিক, নুর রহমান চেয়ারম্যান প্রমুখ।

সর্বশেষ খবর