শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরেছে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য দেশব্যাপী গ্রহণযোগ্য হওয়ায় আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরেছে। গত ৮ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকারের প্রতিবাদে আওয়ামী লীগের দেওয়া বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের প্রতিবাদ আমাদের নজরে এসেছে। বিএনপি চেয়ারপারসন যুক্তিনিষ্ঠ, সত্য, সুন্দর ও অকাট্য বক্তব্য দেশব্যাপী গ্রহণযোগ্য হয়েছে। তাতে আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিনাভোটে নির্বাচিত বলে ঘোষিত সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের নামে দেওয়া বেসামাল প্রতিবাদলিপিতেই তা প্রমাণিত। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ কেবল গণতন্ত্র হত্যা, ভোটের অধিকারসহ জনগণের সব অধিকার হরণ, হত্যা-নির্যাতন, গুম-খুন, হামলা-মামলাতেই সিদ্ধহস্ত নয়; অসহিষ্ণুতা ও অসত্য প্রচারণাতেও তারা যে পারদর্শী তা ওবায়দুল কাদেরের বিবৃতিতে দেশবাসীর সামনে তা আরেকবার উন্মোচিত হয়েছে। প্রতিবাদে তিনি নতুন কিছু বলেননি। বিএনপি ও অধিকারহারা জনগণের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন সম্পর্কে তাদের পুরনো গানই গেয়েছেন মাত্র। এই ভাঙা রেকর্ড বাজানোর কসরৎ জনগণের কাছে ইতিমধ্যেই হাস্যকর শুধু নয়, বিরক্তিকরও হয়ে উঠেছে। ওবায়দুল কাদেরের বক্তব্য শোভন ও সুন্দর নয়, বরং অসংযত ও অশোভন শব্দ চয়নের মাধ্যমে তিনি রাজনৈতিক সংস্কৃতিকেই অধোমুখী করেছেন। বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, যেসব সত্য ঘটনার বিবরণ বেগম খালেদা জিয়া তার সাক্ষাৎকারে বিস্তারিত ও পরিষ্কার করে দিয়েছেন, সেসব ঘটনা নিয়ে ওবায়দুল কাদের বিবৃতিতে অহেতুক বিভ্রান্তি সৃষ্টির ব্যর্থ অপচেষ্টা করেছেন। প্রধানমন্ত্রীর বারবার লাল টেলিফোনে ফোন করার দাবি যে অসার তা সেদিনই সাংবাদিকরা বেগম খালেদা জিয়ার বাসার বিকল লাল টেলিফোন নিজ হাতে পরখ করে জেনেছিলেন। পরদিন জাতীয় দৈনিকে বিকল টেলিফোন মেরামতের সংবাদ পড়ে দেশবাসীও বুঝে গিয়েছিলেন। নিয়মনীতি লঙ্ঘন করে এবং উভয় পক্ষের সম্মতি ছাড়া রেকর্ড করা দুই নেত্রীর ফোনালাপ আওয়ামী লীগ প্রচার করেছিল। সেটা শুনেই দেশবাসী জেনেছিলেন যে, সেদিনের আলাপে শেখ হাসিনা সংলাপের প্রস্তাবের চেয়ে একের পর এক বিভিন্ন অভিযোগ উত্থাপনকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন।

সর্বশেষ খবর