সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পথ দেখানোর মানুষ দেখা যাচ্ছে না

----------আবদুল্লাহ আবু সায়ীদ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, আগামীর পথ দেখানোর মানুষটি এখন আর খুব দেখা যায় না। যারা আছেন তারা শুধু বক্তৃতা করেন। বক্তৃতায় নয়, জীবনাচার দিয়ে তরুণদের উৎসাহিত করতে হয়। কিন্তু আমাদের তরুণরা যে সামনে এগোবে সে পথটি কেউ তৈরি করছেন না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  প্রথমবারের মতো ডিআরইউর সাহিত্য পুরস্কার পান কবি ও সাংবাদিক হাসান হাফিজ। এ বছর প্রকাশিত ‘অভিমান মৃত্যু ও পাথর’ কাব্যগ্রন্থের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পুরস্কার পাওয়ার জন্য কাজ করলে কষ্ট পেতে হতে পারে। কিন্তু আনন্দের জন্য কাজ করলে পুরস্কার এমনিতেই আসে। ডিআরইউ সভাপতি জামালউদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি আসাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক মাহবুব আলম, জাহিদ নেওয়াজ জুয়েল প্রমুখ।

সর্বশেষ খবর