শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তিন শতাধিক তোরণে এমপি বদিকে বরণ

কক্সবাজার প্রতিনিধি

তিন শতাধিক তোরণে এমপি বদিকে বরণ

এমপি আবদুর রহমান বদির আগমন ঘিরে তোরণে তোরণে ছেয়ে গেছে উখিয়া ও টেকনাফ উপজেলা। দুই উপজেলায় কয়েক দিন ধরে নির্মাণ করা হয় এসব  তোরণ। কোটি টাকা ব্যয়ে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে আওয়ামী লীগের বদি-অনুগত নেতা-কর্মীরা নির্মাণ করেছেন এসব তোরণ। গতকাল বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরের রানওয়ে থেকে বের হওয়ার পর থেকেই তারা বদিকে ঘিরে ধরেন। পরে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে গন্তব্যস্থল টেকনাফের উদ্দেশে রওনা হন এমপি বদি। উল্লেখ্য, চলতি বছর ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের একটি মামলায় ঢাকার একটি আদালত সংসদ সদস্য আবদুর রহমান বদিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। এর ১৮ দিন পর ২০ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিন পান বদি। ২১ নভেম্বর তিনি কারাগার থেকে বের হন।

এমপি বদির অঙ্গীকার : বিমানবন্দর থেকে টেকনাফ যাওয়ার সময় উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত আরাকান সড়কের দুই ধারে বেশ কয়েকটি পথসভায় বক্তব্য দেন এমপি বদি। এসব পথসভায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে তিনি দুদকের করা মামলার দায় চাপান কুচক্রী মহলের ওপর। ইয়াবা ও মানব পাচারের ব্যাপারে নিজের পক্ষে সাফাই গাইতে গিয়ে এমপি বদি বলেন, ‘এক মাসের মধ্যে টেকনাফের ইয়াবা ও মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর