শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত

—ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে, নির্বাচনে না এসে ভুল করেছে আজ তারা গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বিকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স           ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী মোটরচালক লীগ শহীদ নূর হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, শহীদ নূর হোসেন যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই গণতন্ত্র স্বৈরাচার থেকে মুক্ত পেলেও বিপদ থেকে মুক্তি পায়নি। সে গণতন্ত্র স্বৈরাচারমুক্ত, কিন্তু এখনো গণতন্ত্র বিপদমুক্ত নয়। আজকে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অভিযাত্রা, সে অভিযাত্রা কি ঝুঁকিমুক্ত? গণতন্ত্রের এ অভিযাত্রা হচ্ছে গণতন্ত্রকে সংহত করা, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এই যাত্রা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে, এই যাত্রা অনেক ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর পেট্রলবোমা দিয়ে গাড়ির চালক পুড়িয়ে তারা পুড়িয়ে মারতে চেয়েছে দেশের গণতন্ত্রকে। আজও গণতন্ত্রকে পুড়িয়ে মারার, গণতন্ত্রকে গুলি করে হত্যা করার, গণতন্ত্রকে রক্তাক্ত করার চক্রান্ত চলছে। তিনি বলেন, ‘মন্ত্রী হিসেবে অনেকে আমার সফলতার কথা বলেন, মন্ত্রী হিসেবে আমি নিজেকে সফল মনে করি না। সড়কে দুর্ঘটনা ও যানজট দূর করতে পারিনি। এ দুটি বিষয়ে দৃশ্যমান ব্যর্থতা রয়েছে।’ চালকদের উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব বাচ্চাদের, শিশুদের ড্রাইভার বানাবেন না। যানজট আর দুর্ঘটনার জন্য দায়ী আমাদের মনমানসিকতা। মনমানসিকতা পরিবর্তন না হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে না। শৃঙ্খলা না এলে দুর্ঘটনা বা যানজট হবেই।’ মহিলা চালক বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আরও মহিলা ড্রাইভার দরকার। মহিলাদের মাথা ঠাণ্ডা থাকে। মহিলারা গাড়ি চালালে ঝুঁকি থাকে না। পুরুষের মধ্যেও অনেক দক্ষ চালক আছেন, তা না হলে তো বাংলাদেশে শুধু দুর্ঘটনাই ঘটত। আপনারা যে দাবি জানিয়েছেন আমি ট্রেনিংয়ের ব্যাপারে ব্যবস্থা নিতে পারব।’ সংগঠনের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কালু শেখ প্রমুখ।

সর্বশেষ খবর